
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: পরিকল্পনামত আগামী ১ জুন থেকে ইংল্যান্ডের স্কুলগুলো চালু করা হবে। এজন্য স্কুলের শিক্ষক ও অভিভাবকদের প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। যদিও তিনি নিজেও স্বীকার করেছেন, সবক’টি স্কুল এক সাথে চালু করা সম্ভব নাও হতে পারে। আজ রবিবার করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত প্রেস কনফারেন্সে তিনি স্কুল চালুর বিষয়টি নিশ্চিত করেন।
বরিস জনসন বলেন, প্রথমে রিসিভশন, ইয়ার ওয়ান, ইয়ার টু ও ইয়ার সিক্স এর ছাত্র–ছাত্রীরা স্কুলে যাবে। তিনি স্কুলের শিক্ষক ও অভিভাবকদের বসে আন্তরিকতার সাথে স্কুল চালু করার পরিকল্পনা নেয়ার আহবান জানান।
আগামী বৃহস্পতিবারের মধ্যে সরকারের পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করে হবে। করোনাভাইরাসের মহামারি শুরু হলে গত ২০ মার্চ থেকেস্কুলগুলো বন্ধ করে দেয়া হয়।
প্রধানমন্ত্রী আজ তার শীর্ষ উপদেষ্টা ডমিনিক কামিংস এর উপর লকডাউন আইন ভঙ্গ করা নিয়ে সংবাদ মাধ্যম ও রাজনীতিকদের মধ্যে ব্যাপক আলোচনার মধ্যেই স্কুল চালু করার উপর বেশ দৃঢ়ভাবে ঘোষণা দেন।
তবে স্কুল চালু করা নিয়ে শিক্ষক ইউনিয়নসহ অভিভাবকদের মধ্যে বেশ মতভেদ রয়েছে।