ইউকে সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

সোমবার থেকে খানিকটা শিথিল হচ্ছে ব্রিটেনের লকডাউন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সরকার লকডাউন প্রত্যাহারে সর্তকতা অবলম্বন করবে।আর সরকারের ফরেন সেক্রেটারী ডমেনিক রাব গতকাল শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, লকডাউন প্রত্যাহারে সরকার বিনয় এবং অল্পপরিসরে করবে।

তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, তাদের আশা করা উচিত হবে না যে, প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী সাপ্তাহে ইংল্যান্ডে লকডাউন প্রত্যাহার করবেন। তিনি বলেন, ব্রিটেনের অন্যান্য অংশের নিজস্ব অধিকার রয়েছে লকডাউন প্রত্যাহার করবে কি না।

তিনি জানান, লকডাউন কিছুটা শিথিল করা হলে খতিয়ে দেখা হবে জনগন এর নিয়ম মানছে কিনা। তিনি বলেন, আগামী ব্যাংক হলিডের আগেই সিদ্ধান্তে পৌছা যাবে।
ব্রিটেনে গত ২৩মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছিলো।
এদিকে জানা গেছে,  স্তরের লকডাউন প্রত্যাহার পরিকল্পনা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে। ইতিমধ্যে খামারগুলোতে কর্মীদের হাজির হওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। সীমিত পরিসরে ব্যায়াম করার সুযোগ দেয়া হচ্ছে।

আগামী জুন থেকে প্রাইমারী স্কুল খুলে দেয়া হবে। সামাজিকভাবে মেলামেশা করার সুযোগও পাবেন ব্রিটিশ নাগরিকরা।
জুনের শেষ দিকে সেকেন্ডারি স্কুলগুলো খুলে যাবে। খুলবে ক্যাফে ঘরের বাইরের পদচারণাও জমজমাট হবে।
পাব রেঁস্তোরা খুলবে আগস্ট অথবা পরিস্থিতি বিবেচনা করে সেপ্টেম্বরের শুরুর দিকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com