
◻️রাজুব ভৌমিক◻️
আজ সাংবাদিক এবং লেখক ইব্রাহীম চৌধুরীর জন্মদিন। কততম জন্মদিন সেটা নাইবা বললাম। বলছিনা এই জন্যই যে জন্মদিনের সংখ্যাটা এখানে মুখ্য বিষয় নয়, মানুষটাই অনেক বড় কিছু। যে মানুষটি সূর্যের মত উজ্জ্বল, আকাশের মত অসীম, সাগরের মত গভীর, আর ঢেউয়ের মতো উচ্ছলতা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একনামেই চেনেন তাঁকে। প্রথম আলো মানেই ইব্রাহীম ভাই। বহু মানুষ দেখেছি এই ধরায় কিন্তু উনার মত সর্বগুনেগুনান্বিত মানুষের সংখ্যা নিতান্তই নগন্য। তাই আজ তাঁর জন্মদিনে কিছু না লিখে পারলাম না।
ইব্রাহীম ভাইয়ের সাথে পরিচয়টা কিভাবে হয়েছে সেটি একটু বলতে চাই। যদিও আমি ইব্রাহীম ভাইয়ের কর্মপরিচয় সম্পর্কে জানতাম তবে সাংবাদিক মনিজা রহমানের মাধ্যমে ইব্রাহীম ভাইয়ের সাথে আমার অনুবৃত্তি হয়। সাংবাদিকতার বিশাল সেক্টরে যখন হাবুডুবু খাচ্ছিলাম তখন সাংবাদিক মনিজা আপু আমার সাথে ইব্রাহীম ভাইয়ের পরিচয় করে দেন। সর্বকাজে চরিতার্থ হতে হলে একজন দক্ষ ও যথার্থ গুরুর প্রয়োজন আবশ্যক। না হলে সেই কাজ সফলভাবে করা যায় না। তেমনি একজন দক্ষ সাংবাদিক হতে হলে পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়। সেক্ষেত্রে ইব্রাহীম ভাই আমাকে কোন আপত্তি ছাড়াই সাংবাদিক হিসেবে গড়ার দায়িত্ব নেন। তাঁর এ ত্যাগ কখনো শোধযোগ্য নয়।
এবার মানুষ হিসেবে ইব্রাহিম ভাইয়ের সম্পর্কে কিছু বলি। একজন ভাল মানুষের যে যে গুন থাকা জরুরী তার সবি তাঁর মধ্যে বিদ্যমান। একজন মানুষ কেবলি তার আত্ম গুনাবলীর মাধ্যমে সমাজে স্বয়ংকে আত্মপ্রকাশ করতে পারে। ভাল মানুষ হতে হলে কি গুনাগুন থাকা আবশ্যক তা জনভেদে বিভিন্ন। আমিও তার ব্যতিক্রম নই। আমার মতে ভাল মানুষ হতে হলে যে গুনাবলীগুলো আবশ্যক সে গুলো হচ্ছে:
১. আপনাকে অবশ্যই কর্মঠ হতে হবে। যারা ইব্রাহীম ভাইকে খুব নিকট থেকে বিদিত তারাই বলতে পারবে ইব্রাহীম ভাই খুবই একজন কর্মঠ মানুষ। সবসময় কিছু না কিছু করার মধ্যে গভীরভাবে তিনি ডুবে থাকেন। কখনো আলস্যে সময় নষ্ট করতে তাঁকে দেখিনি। তিনি সময়ের কাজ সঠিক সময়ে এবং সঠিকভাবে করতে অনুরঁজন করেন।
২. অন্যকে ছোট করে না দেখা। ইব্রাহীম ভাই কখনো কাউকে ছোট করে দেখেন না। এটি তার একটি মহৎ গুন। যা সচরাচর খুব একটা দেখা যায় না। আমার জানামতে তিনি কখনো কারো দূর্বলতায় আঘাত করেন নি।
৩. নিজের উপর প্রগাঢ় বিশ্বাস থাকা জরুরী। মানুষ কখনো সফল হয় আবার কখনো অসফলতার রাজ্যে প্রবেশ করে। কিন্তু ইব্রাহীম ভাইকে দেখলে কখনো মনে হবে না যে তিনি কখনো অসফলতার দরজা দর্শন করেছেন। চোখে মুখে তাঁর প্রগাঢ় বিশ্বাস। তাই বুঝে বোধহয় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তাঁকে প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক হিসেবে বেছে নেন।
এবার সাংবাদিক হিসেবে ইব্রাহীম ভাইয়ের সম্পর্কে কিছু বলি। আমি মনে করি একজন ভাল সাংবাদিক হতে হলে শিক্ষাগতা ও ভাষাগত দক্ষতার পাশাপাশি তাকে অবশ্যই সবার সাথে ভাব জমানোর ক্ষমতা থাকতে হবে। প্রত্যেক বুধবার এবং বৃহস্পতিবারে আপনি প্রথম আলো উত্তর আমেরিকার অফিস থেকে ঘুরে আসেন তাহলেই বুঝতে পারবেন আমি এখানে কি বলতে চেয়েছি।
এবার ইব্রাহীম ভাইয়ের মূল সাংবাদিক গুনাবলী নিয়ে কিছু বলি। সবকাজের কাজী না হলে সাংবাদিক হওয়া যায় না। ইব্রাহীম ভাইয়ের মৌলিক জ্ঞানের কোষ পুরোদমে টইটুম্বুর। আমি ইব্রাহীম ভাইয়ের সাথে প্রায় দুই বছর হলো কাজ করছি এবং শিখছি। প্রতিদিনই তার মৌলিক জ্ঞানের প্রকাশ দেখে অভিভূত হই। তাঁর বিচক্ষণতা, বস্তুনিষ্ঠতা, এবং নিয়মানুবর্তিতা গুন দেখে ঈর্ষা আপনার হতেই পারে। কিন্তু ইব্রাহীম ভাই পুরোদমে নম্রতার প্রতীক। ঠিক একটি হীরের টুকরা যেমন পাথরের মত নিস্তব্ধ থাকে।
পরিশেষে বলি আপনার সকল স্বপ্ন সত্যি হোক, সকল আশা পূরণ হোক এবং হাজার বছর ধরে আপনি যেন আমাদের মাঝে থাকেন। শুভ জন্মদিনের অভিনন্দন জানাই।