
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ এয়ারওয়েজের চারটি ফ্লাইটে করে তাদের ফিরিয়ে আনা হবে বলে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্টচ্যাটার্টন ডিকসন জানিয়েছেন।
আজ শনিবার এক ভিডিওবার্তায় তিনি বলেন, প্রথম ফ্লাইটটি ২১ এপ্রিল মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসবে। এরপর ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরও তিনটি ফ্লাইট আসবে।
‘যেহেতু বাংলাদেশ ভ্রমণকারী ব্রিটিশদের একটি বড় অংশ সিলেটে থাকেন। তাই যুক্তরাজ্যের ফ্লাইট ধরার জন্য শাটল ফ্লাইটে তাদের ঢাকায় আনা হবে।’
এই চারটি ফ্লাইটে সাড়ে ৮০০ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরবেন বলে ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে। ঢাকা কিংবা সিলেট দুই জায়গা থেকেই যুক্তরাজ্যে আসতে ৬০০ পাউন্ড করে বিমান ভাড়া দিতে হবে।