
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: ব্রিটেনে লকডাউনের সময় আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়েএই সময় সীমাবৃদ্ধির ঘোষণা করেন ফরেন সেক্রেটারী ডমিনিক রাব। করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে গত ২৩ মার্চ তিন সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘোষিত সে সময়সীমা শেষ হয়েছে ১৩ এপ্রিল সোমবার। আজ বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে নতুন করে আরও তিন সপ্তাহের লকডাউনের ঘোষণা দেয়া হয়। আগামী ৭ মে পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।
এদিকে সরকারের হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের গ্রাফ উঁচুর দিকে উঠতে শুরু করেছে। লকডাউন তুলে নেয়া বা সামাজিক দূরত্বের বিধিনিষেধ শিথিল করার সময় এখনও আসেনি।
তিনি বলেন, নতুন করে সংক্রমণ বা মৃত্যুর হারের গ্রাফ যদিও একটা সমতলমাত্রায় পৌঁছেছে কিন্তু তা এখনও নিচের দিকে যেতে শুরু করেনি। বিধিনিষেধ শিথিল করা হলে ভাইরাস আবার ব্যাপক মাত্রায় সংক্রমণ ঘটাবে।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার এর সূত্রমতে, বৃহস্পতিবার পর্যন্ত ১৩৭২৯ জন মৃত্যুবরণ করেছেন। আর আক্রান্ত হয়েছেন মোট ১লাখ ৩হাজার ৯৩ জন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী রয়েছেন।