ইউকে রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

মানুষই কেবল সত্য

◾️রাজুব ভৌমিক◾️

আমি সেই ধর্মের যে ধর্ম মুখে তুলে দেয় দু’মুঠো ভাত
আমি সেই ধর্মের যে ধর্ম দেয় না গালি বলিয়া অজাত
আসলে আমি কোন ধর্মেরই নই
পেটের ক্ষধুায় যেথায় মানুষ মরে
ক্ষুধার আর্তনাদে যেথায় পাতা ঝরে
গীতা কুরআন হাতে আমি কেমনে লই?
ক্ষুধার জ্বালা কমানোর চেয়ে বড় ধর্ম কি আছে সই?

আমি সেই ধর্মের যে ধর্ম এগিয়ে আসে হলে কোথাও সংকট
আমি সেই ধর্মের যে ধর্ম করে সকল মিথ্যার বয়কট
আসলে আমি কোন ধর্মেরই নই
বিপদে যেথায় একা মানুষ নিরবে অশ্রু ঝরায়
সন্তান-হারা বৃদ্ধ মা যেথায় একাকী রোগে কাতরায়
সেখানে আমার মন্দির মসজিদে যাবার সময় কই?
বিপদে মানুষের পাশে থাকার চেয়ে বড় ধর্ম কি আছে সই?

আমি সেই ধর্মের যে ধর্ম করে না কাউকে কোন তিরষ্কার
আমি সেই ধর্মের যে ধর্ম বুকে জড়িয়ে বলে ভাই আমার
আসলে আমি কোন ধর্মেরই নই
রক্ত ঝরে যেথায় ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণে
শরীরে অংশ করে ছিন্ন যেথায় গুনে-গুনে
সেখানে পূজো করা বা দোয়া পড়ার আমার হাত বা গলা গেল কই?
মানুষই শ্রেষ্ঠ, ধর্ম নয়; আছে লেখা কোন ধর্মের বই?

আমার ধর্মে ফুটে বেবাক মানুষের হাসি
কথায় কথায় ব্রাহ্মণ দেয় না শুদ্রের গলায় ফাঁসি
সাদাসিধে হুজুরে শান্তির গান গায় দিবানিশি।
আমি মানুষ নিয়ে থাকি, মানুষ ভালবাসি।

শোনো, যত ধর্মপথে বা যত উপসনালয়ে তুমি যাও ভাই
জেনে রেখো নিত্য
মানুষই কেবল সত্য
মানুষের চেয়ে বড় ধর্ম এই ধরাতে নাই।

০৪/১১/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com