ইউকে রবিবার, ৩১ আগস্ট ২০২৫
হেডলাইন

এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ

◽️ফায়সাল আইয়ূব◽️

কামান বন্দুক নেই, নেই লৌহবস্ত্র
বোমারু বিমান নেই সকলে নিরস্ত্র

তবুও মানুষ মরে
পৃথিবীর ঘরে ঘরে
প্রত্যেক ইঞ্চিতে আজ করোনা সশস্ত্র!

০২.
নেই ট্যাংক নেই বোমা নেই ক্ষেপণাস্ত্র
যুদ্ধের দামামা নেই, নেই সমরাস্ত্র
তবুও চলছে যুদ্ধ
পৃথিবীটা অবরুদ্ধ
করোনা মানুষখেকো সূক্ষ্ম মারণাস্ত্র!

এপ্রিল ৯, ২০২০ ।। প্যারিস, ফ্রান্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ