ইউকে রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

প্রাণের প্রদক্ষিণ-পথ

◽️আশরাফ হাসান◽️

অবরুদ্ধ মানেই অবরোধ নয়

যে পরম স্বাধীনতার প্রস্তুতিপর্ব

স্বেচ্ছাচারিতার যে আগুন আমরা জ্বালিয়ে দিয়েছি

বৃক্ষের শরীরে কিংবা ফুলেদের সৌরভঘরে

নদী সমুদ্রের জলবুকে

পাখিদের কণ্ঠাগত গানের মজলিসে

বাতাসের উদ্দাম যৌবনে

সেই নীলাভ শিখায় উচ্ছিষ্ট অস্তিত্ব পুড়িয়ে

ভোরের পাখির মতো পালক সাজানোর অখণ্ডসময় l

.

বন্দি জীবন মানেই কারাগার নয়

যে দিগন্তবিস্তৃত প্রাণের নবউদ্যম

ঘড়ির কাঁটার সাথে এগিয়ে যাওয়া চাতকচোখ

সন্ত্রস্ত আশার দৃষ্টিতে চেয়ে থাকা অসহায় পৃথিবী

রুগ্ন হাওয়ায় বুলিয়ে দেওয়া শুশ্রুষার হাত

অথবা তসবী মতো জপতে থাকা জীবনের ধারাপাত l

কোয়ারেন্টাইনমানেই নিঃসঙ্গতা নয়

যে আত্মউদ্বোধনের প্রথম পাঠ

মাইক্রোস্কোপের মতো খুঁজতে থাকা

সকালদুপুরমধ্যাহ্নের খবর

রাত্রির নির্জীব চাদর জীবাণুর উপাখ্যান

কিংবা দর্পিত পায়ে পিচভাঙা পথের ক্রন্দন

অস্থিতধীর মতো চষে বেড়ানো পৃথিবীর জার্নাল

মৃত্যুখতিয়ান আর সুস্থতারহস্য

সিএনএন রয়টার্স এএফপির কম্পিত বুক l

তুমিহীন মানেই একাকিত্ব নয়

যে – –

খুঁজতে থাকা আত্মা অগ্নির প্রতিষেধক

খুঁজতে থাকা প্রাণের অন্তহীন প্রদক্ষিণপথ l

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com