
◽️ফায়সাল আইয়ূব◽️
যে বিষ ছড়ালো তারা মানুষের বুকে
মরে না তাদের কেউ সেই বিষে ধুকে
দুশো নয় দেশে আজ
পড়ছে বিষের বাজ
কারোর ক্ষমতা নেই সেই বাজ রুখে!
০২
লাশের নামতা জপে দিন হয় পার
যদিও মনের ঘরে বেদনা অপার
করোনা বানায় যারা
নিরাপদে থাকে তারা
লাশে লাশে স্তূপাকার কবরের পার!
এপ্রিল ৬, ২০২০ ।। প্যারিস, ফ্রান্স ।