
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের মহামারি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। উইন্ডসর ক্যাসেলে ধারণ করা এই ভাষণটি আগামীকাল রবিবার স্থানীয় সময় রাত দশটায় টেলিভিশনে প্রচার করা হবে। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, ৬৮ বছরের রাজত্বকালে এই নিয়ে চতুর্থবারের মতো জাতির উদ্দেশে বিষেশ ভাষণ দিতে যাচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ।
সাধারণত বড়দিনের সময়ে বছরে একবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন ব্রিটিশ রানী। এর বাইরে তাঁর ভাষণের নজির খুবই কম। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ, ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার শেষকৃত্য এবং ২০০২ সালে রানীর মায়ের মৃত্যুর পর বিশেষ ভাষণ দিয়েছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। করোনাভাইরাস মহামারিতে তাঁর এবারের ভাষণটি টেলিভিশন, রেডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে সম্প্রচারিত হবে।