
ঘরে বন্দী থেকে দিনের নাম ভুলে যাচ্ছি!
আজ কী বার?
মনে করতে পারছি না!
আজ কতো তারিখ?
মনে করতে পারছি না!
তারিখ এবং বার মনে রাখা মানুষের কর্মক্ষেত্রের রুটিন-অভ্যাসের সাথে জড়িত।
এখন কর্ম নাই, বার-তারিখও নাই!
চুল লম্বা হয়েছে, কাটতে পারছি না। একজোড়া স্যান্ডেল কেনা জরুরি ছিল, সবকিছু বন্ধ।
স্যান্ডেল ছাড়া আপাতত চলবে কিন্তু চুল কাটতে না পারলে তো মাথা-ব্যথায় মরে যাবো। চুল বেশি বড় হলেই আমার মাথাব্যথা করে, পুরনো অভ্যাস। জ্বালা!