
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উচ্চ আদালতে জামিনের সম্ভাবনা দেখছেন দলটির স্থাজামিন পাবেন খালেদা জিয়া, আশা নজরুল ইসলাম খানের।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের এ সম্ভাবনার কথা জানান তিনি।
নজরুল ইসলাম খান জানান, উচ্চ আদালতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন করা হয়েছে। স্বাধীনভাবে বিচার বিভাগ চলতে পারলে তার জামিন হবে ইনশাল্লাহ।
তবে এই প্রক্রিয়ায় জামিন না হলে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায়’ তাকে মুক্ত করা হবে বলে জানান বিএনপির এই নেতা।