
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি প্রধান খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল।
ফোনালাপে মির্জা ফখরুল বিএনপি প্রধানের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করতে বলেছেন বলে জানান কাদের।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মির্জা ফখরুল সাহেব আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, আলাপ হয়েছে। তাদের দলের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন। আমি যেন বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করি।’
কাদের বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
খালেদা জিয়ার মামলাটি রাজনৈতিক নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়ার মামলাটি রাজনৈতিক মামলা নয়। সরকারের বিবেচনার বিষয় তখনই আসে, যখন রাজনৈতিক বিবেচনার বিষয় হয়। কিন্তু বেগম জিয়ার এ মামলাটি দুর্নীতির মামলা। রাজনীতির মামলা হলে সরকারের পক্ষে বিবেচনার বিষয় ছিলো। দুর্নীতির মামলা আদালতের।’
সেতুমন্ত্রী বলেন, খালেদার মুক্তির জন্য যথাযথ আইন মেনে প্যারোলের আবেদন করতে হবে। তবে লিখিত আবেদন এখনো পাওয়া যায়নি।
‘স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকাল জিজ্ঞেস করেছি। আইনমন্ত্রীর সাথে কথা বলেছি। তারা বিচ্ছিন্নভাবে পরিবারের লোকজন দলের লোকজনের সাথে বেগম জিয়ার মুক্তির বিষয়ে কথা বলছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন আসেনি।’
আন্দোলনের কথা বলে আবার প্যারোলে মুক্তি চাওয়া বিএনপি দ্বিচারিতা বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।