ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

ঘণ্টায় ১২শ’ কি:মি: গতিতে উড়ে রেকর্ড গড়লো ব্রিটিশ এয়ারওয়েজ


ইউকে
বাংলা অনলাইন ডেস্ক: দ্রুততম সাবসোনিক (শব্দের চেয়ে ধীর গতির) ফ্লাইটের রেকর্ড গড়েছে ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ) এরবোয়িং৭৪৭ এয়ারক্র্যাফটটি প্রতি ঘণ্টায় আটশমাইলেরও বেশি (১২৮৭ কিলোমিটার/ঘণ্টা) গতিতে উড়েছে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম তথ্য জানায়।

এতে বলা হয়, বোয়িং৭৪৭ এয়ারক্র্যাফটটি শনিবার ( ফেব্রুয়ারি) রাতে নিউইয়র্ক থেকে লন্ডনের দিকে যাত্রা করে। মাত্র ঘণ্টা ৫৬মিনিটে রোববার ( ফেব্রুয়ারি) সেটি লন্ডনে পৌঁছায়।

সংবাদমাধ্যম সিএনএনের ঊর্ধ্বতন আবহাওয়াবিদ ব্র্যান্ডন মিলার বলেন, রোববার জেট স্ট্রিমের গতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল।বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় দুশমাইলেরও বেশি।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড উত্তর ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া কিয়ারা শক্তিশালী জেট স্ট্রিমের কারণে প্লেন দ্রুততম গতিতে উড়তেসক্ষম হয়েছে। জেট স্ট্রিম হলো পরিবেশে দ্রুত চলমান বাতাস।

লন্ডনের হিথরো বিমানবন্দরে প্লেনটি অবতরণ করে ভোর ৪টা ৪৩ মিনিটে, নির্ধারিত সময়ের দুঘণ্টা আগে। ফ্লাইটে এর সর্বোচ্চ গতিছিল ৮২৫ মাইল প্রতি ঘণ্টা।

একটি প্লেন নিউইয়র্ক থেকে লন্ডন যেতে বা আসতে গড়ে ঘণ্টা ১৩ মিনিট সময় লাগে। সাবসোনিক অর্থাৎ শব্দের গতির চেয়ে ধীর প্লেন এদিন তার গতি অতিক্রম করে গিয়েছিল। শব্দের বেগ ৭৬৭ মাইল প্রতি ঘণ্টা। প্লেনের গতিবেগ এর চেয়ে অনেক বেশি থাকলেওসেটি শব্দের চেয়ে ধীর গতিতেই উড়ছিল, সঙ্গে ছিল শক্তিশালী বাতাস।

বিএ এক মুখপাত্র বলেন, গতির রেকর্ডের চেয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দেই আমরা। আমাদের সুপ্রশিক্ষিত পাইলট সুযোগেরসদ্ব্যবহার করে সময়ের অনেক আগেই যাত্রীদের নিরাপদে লন্ডনে পৌঁছে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ