ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

খালেদা জিয়ার মুক্তিতে সরকারকে বাধ্য করা হবে :ফখরুল

logo

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে এক সমাবেশে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারামুক্ত করবই। সরকারকে বাধ্য করবো তাকে মুক্তি দিয়ে জনগণের সব অধিকার ফিরিয়ে দিতে। এটাই এখন বিএনপির একমাত্র কাজ।

এর আগে দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে ছোট ছোট মিছিল নিয়ে এতে যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচি শুরুর আগে থেকে ফকিরাপুল থেকে নয়া পল্টনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের এই দিনে কারাগারে যান। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ