ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

আ’লীগের কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল চাইল বিএনপি

logo

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি। বুধবার সকাল ১১টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে লিখিত অভিযোগ দেন দলটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

লিখিত অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমের প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়।

লিখিত অভিযোগে বলা হয়, ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমের নেতৃত্বে তাবিথ আউয়ালকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। এতে অনেক নেতাকর্মী আহত হন। সিটি কর্পোরেশন বিধিমালা ২০১৬ এর ৩২ বিধি অনুযায়ী মুজিব সারোয়ার মাসুমের প্রার্থীতা বাতিলের দাবি জানানো হয় লিখিত আবেদনে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ