
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: গত রবিবার ২৯ ডিসেম্বর লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইস্ট লন্ডনের সুরমা মিডিয়া হাউসে অনুষ্ঠিত সভায় ভিপিসহ ডাকসু নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের আহবান জানানো হয়।
সাবেক ছাত্র নেতা আব্দুল কাদির সালেহ এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ডাকসু ভিপিসহ নেতৃবৃন্দের উপর তথাকথিত মুক্তিযুদ্ধা মঞ্চ ও ছাত্রলীগের ফ্যাসিবাদী আক্রমন এবং ভিসি ও প্রোক্টরের রহস্যজনক ভূমিকার নিন্দা জানিয়ে ডাকসু ভবন থেকে সিসি টিভি ক্যামেরা গায়েবকারীদের সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।
সভায় সাবেক ছাত্র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহ আলম, আলী হোসাইন, আবু সালেহ মোহাম্মদ ইয়াহইয়া, জসিম উদ্দিন সেলিম, আমিনুর রশীদ, এমাদুর রহমান, মোহাম্মদ শফিক খান, জয়নুল আবেদীন, মাসুদুর রহমান, আমিরুল ইসলাম সামাদ, তরিকুল ইসলাম, মাহফুজুর রহমান ও দুলাল।
সভায় আগামী ৬ জানুয়ারী লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ কর্মসুচী ঘোষনা করা হয় এবং এতে সন্ত্রাসবিরোধী ও গণতন্ত্রকামি ছাত্র-জনতাকে শরীক হওয়ার আহবান জানানো হয়।