ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সাংবাদিক আবু তাহের চৌধুরী‘র ‘গড়ে তুলি সুন্দর পৃথিবী’ কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: বিপুল সংখ্যক ভক্ত অনুরাগীদের উপস্হিতিতে প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী রচিত ‘গড়ে তুলি সুন্দর পৃথিবী’ কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব গত ২৩ ডিসেম্বর সোমবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ ওসমানী সেন্টারে অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।
সাংবাদিক তাইছির মাহমুদ ও খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি চেয়ার কাউন্সিলার ব্যারিষ্টার নাজির আহমদ, বীর মুক্তিযাদ্ধা এম এ মান্নান, ব্যারিষ্টার আতাউর রহমান, বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাংবাদিক ডা: ছাদিক আহমদ, সাংবাদিক মোখলেছ চৌধুরী, ড: শেখ রামজী, বেলায়েত কুকার এমবিই, বিশিষ্ট টেলিভিশন সংবাদ পাঠক ডা: জাকি রেজওয়ানা আনোয়ার ও প্রবীন সমাজসেবী এ এস মোহাম্মদ সিংকাপনী।
কবিতা গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন কবি আব্দুল মুকিত মোখতার, লেখক ও নাট্যকার খসরু নোমান, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক মশাহিদ আলী, ড: এম এ আজিজ, অধ্যাপক কবি নজরুল ইসলাম হাবিবী, সাংবাদিক আফসার উদ্দিন, কবি শিহাবুজ্জামান কামাল, মাওলানা রফিক আহমদ, এম এ মতিন, হাজী ফারুক মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আলহাজ্ব নুর বকশ, মোহাম্মদ ইছবাহ উদ্দিন প্রমুখ।
লেখকের বই থেকে কবিতা আবৃত্তিতে অংশ নেন সাংবাদিক মিছবাহ জামাল, কবি সুরুজ্জামান চৌধুরী, কবি দবিরুল ইসলাম চৌধুরী, কবি রহমত আলী পাতনী, সাংবাদিক আকবর হোসেন, কবি হাফসা ইসলাম, সাংবাদিক জয়নুল আবেদীন, কবি শেখ শামসুল ইসলাম প্রমুখ।
লেখককে ১০টি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুল দিয়ে বর্রন করেন মুনজের চৌধুরী, আজিজুল আম্বিয়া, মিসেস শোভা মতিন, সৈয়দা নাসিম কুইন, জাহেদ চৌধুরী, বেলায়েত কুকার এমবিই, মশাহিদ রহমান, শিহাবুজ্জামান কামাল, আফসার উদ্দিন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ