
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন শফিউল আলম নাদেল। বৃহস্পতিবার ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাদেলের নাম ঘোষণা করা হয়।নাদেল সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক হিসেবে আছেন।
এরআগে সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন সিলেটের আরেক নেতা মিসবাহ উদ্দিন সিরাজ। এবার কমিটিতে স্থা্ন পাননি তিনি।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে দলের ধানমন্ডি কার্যালয়ে এ পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে ৮১ সদস্যের কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার এই ৩৯ জনের নাম ঘোষণার কথা থাকলেও ওবায়দুল কাদের ঘোষনা করেন ৩২ জনের নাম। এখনো দলের কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ধর্ম সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক এবং তিন জন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের নাম ঘোষণা বাকি আছে।