ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

আ’লীগের নেতৃত্বে তরুণের ছোঁয়াএবার সাংগঠনিক সম্পাদক হলেন নাদেল

logo

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের রাজনীতিতে তরুণ নেতৃত্বের ছোঁয়া লেগেছে অনেক আগেই। এবার জেলা ও নগর আওয়ামী লীগের সম্মলনেও এর প্রভাব পড়ে। জেলার সাধারণ সম্পাদক ও নগর আওয়ামী লীগের সাধারণ অপেক্ষাকৃত তরুণ।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কেদ্রীয় সম্মেলনের পাঁচদিন পর দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। রাতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কমিটি ঘোষণা করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা করা হয় সিলেট নগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নাম। সিলেট আওয়ামী লীগে অপেক্ষাকৃত তরুণ।নাদেল সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। সিলেটে পরিচ্ছন্ন ও একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে পরিচিত নাদেল।এর আগে সিলেটের মিসবাহ উদ্দিন সিরাজ কেদ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্বে ছিলেন।

জানা যায়, শফিউল আলম চৌধুরী নাদেল স্কুল জীবনেই ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৮৬ সালে সিলেট শহর স্কুল (বর্তমানে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়) ছাত্রলীগের সভাপতি হন। পরবর্তীতে সিলেট সরকারি কলেজ এবং এমসি কলেজে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতি করেন তিনি। পরে সিলেট জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হন নাদেল।

১৯৮৭ সালে তিনি এমসি কলেজ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য হন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ১৯৯৩ সালে তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৭ সালে হন সভাপতি।

ছাত্রলীগের রাজনীতির পর আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান নাদেল। ছাত্রলীগের জেলা শাখায় রাজনীতি করলেও আওয়ামী লীগের মহানগর শাখায় যুক্ত হন তিনি। মহানগর আওয়ামী লীগে প্রথমে শিক্ষা বিষয়ক সম্পাদক হন তিনি।

২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১১ সালের নভেম্বর থেকে দায়িত্ব এ বছর ৫ ডিসেম্বর পর্যন্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শফিউল আলম চৌধুরী নাদেল রাজনীতির বাইরে ক্রীড়াঙ্গনের সঙ্গে বেশ জড়িত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘদিন। এছাড়া সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতির দায়িত্বও পালন করছেন তরুন এই নেতা।

আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নাদেল বলেন, এটি আমার অনেক বড় প্রাপ্তি। আমাকে এ পদে স্থান দেওয়ার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবো।

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে ৯ম বারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ