
প্রেস বিজ্ঞপ্তি: আল্লামা গহরপুরী রহ. এর অন্যতম খলিফা, বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম অভিভাবক মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথী হুজুর রহ. স্মরণে তাৎক্ষনিক আলোচনা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।গত ১৫ ডিসেম্বর রবিবার লন্ডন খিদমাহ একাডেমী মিলনায়তনে সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন হযরত বিশ্বনাথী হুজুর রহ. এর অন্যতম শাগরিদ মাওলানা রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী ছালেহ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা শামছুল আলম কিয়ামপুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইল্যান্ড মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাজির উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা সাঈদ আলী, ছালেহ আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে টেলিকনফান্সে এর মাধ্যমে উপস্থিত সকলের দোআ কামনা করে বক্তব্য রাখেন বিশ্বনাথী হুজুর রহ. এর ছেলে ও বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ।
দোয়া পূর্ব আলোচনায় সভায় নেতৃবৃন্দ বলেন, শায়খ মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথী হুজুর রহ. ছিলেন সুন্নতে নাববীর উজ্জ্বল নমুনা। অসংখ্য মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে সারা জীবন দ্বীন ও ইসলামের বহুমূখি খিদমত করে গেছেন যা দেশ ও জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।তাঁর ইন্তেকালে দেশ ও জাতি একজন অভিভাবককে হারালো। পরিশেষে হযরতের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রিয়াজুল হক।