
কামরুন নাহার রুনু
একবার চোখ খোল, বৃক্ষ হয়ে দ্যাখো!
মরা পাতা ঝরে যাক, নতুনত্ব আসুক আবার
মাটিতে যে সুধা আছে, বুক ভরে নাও ঘ্রাণ
মোমবাতির গল্প জানো অথচ পুড়তে জানোনা!
শব্দকে আলো ভেবে পেয়েছি কিঞ্চিৎ ভালোবাসা
যা গিয়েছে যাক, সে তোমার নয়
আছে যা তালুতে রাখো
এবার পুড়ে পুড়ে খাঁটি হবার পালা…
স্রষ্টাকে খুঁজেছো কার্ কার্ দ্বারে;
বাতাসে বিলাও প্রেম, দেখো তিনি তোমারই…
পা থাকতেও খোঁড়া, মন থাকতে একা দ্যাখো!
আহা! আকাশ ভাবতে শেখো
পাখা গজাবে বিশ্বাস রেখো…
আকাশ যদি ছোঁবে তবে মন বাড়িয়ে ছোঁও
প্রেমের কাছে যাবে, হৃদয় খুলে দাও
নতুন কিছু চাও, নিজেকে সৃষ্টি করো…
এ অতিথিশালায়
প্রতিটা মুহূর্তে জন্মাও নিজেকে
ক্রমাগত ছোট হও, মৃত হও, হও স্থির
সময়কে স্বাগত জানাও, জন্মদিন ভেবে…
১৫/১২/১৯