
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : রাজশাহীতে গোপন বৈঠক চলার সময় জামায়াতে ইসলামীর ১০ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে নগরীর সাহেববাজার এলাকার মসজিদ মিশন স্কুল থেকে ১৪ জনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে যাচাই বাছাই করে ১০ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহীর টিপু রাজাকারের মানবতাবিরোধী মামলার রায়কে কেন্দ্র করে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। পরে তারা রাজশাহী নগরীর মসজিদ মিশন একাডেমিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন বৈঠকে বসেন।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে আভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৪ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আরও ১০-১২ জন। আটকদের যাচাই-বাছাই করে জামায়াতের বিভিন্ন স্তরের ১০ নেতাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বুধবার রাজশাহীর টিপু রাজাকারের মানবতাবিরোধী মামলার রায়। এ রায়কে কেন্দ্র করে তারা নাশকতার পরিকল্পনা করেন। তারা সবাই জামায়াতের নেতা। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার পুরনো মামলা রয়েছে। তারা এসব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।