
নিজাম উদ্দীন সালেহ
মি: নরেন্দ্র মোদী,
আপনি যে মুসলমানদের বিতাড়িত করে
ভারতকে একটি সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাষ্ট্রে
পরিণত করতে চাইছেন
সেই মুসলমানেরাই তো ভারতকে সাজিয়েছে
ফলে-ফুলে সুশোভিত করেছে শতাব্দির পর
শতাব্দি ধরে সযত্নে !
ভারত বলতেই বিশ্ববাসীর সামনে
এখনো ভেসে ওঠে তাজমহল, কুতুব মিনার, আর লালকেল্লার ছবি
এই ঐতিহাসিক স্থাপনা গুলোতো মুসলমানদেরই তৈরী।
যে ভাষায় ভারতীয়রা কথা বলে
সেই ভাষাকে প্রাণৈশ্বর্য দিয়েছে
মুসলমানদেরই জবান
বহতা নদীর মতো তাকে গতি দিয়েছে
অজস্র আরবী-ফার্সি শব্দ,
আপনি কি এসব অস্বীকার করতে পারেন ?
এখন বারবী মসজিদের জায়গায়
আপনি খুঁড়োখুঁড়ি করে
হিন্দুত্ববাদের ঐতিহ্য খুঁজছেন,
পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে
গড়তে চাইছেন ঐতিহ্যের অলীক প্রাসাদ !
কিন্তু বুঝতে পারছেন না ইতিহাস বড়ো নির্মম
এই ইতিহাসই একদিন আপনাকে বিশ্বের
একজন ঘৃণিত খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা দেবে,
যেমন দিয়েছে হিটলার, আইখম্যান কিংবা মুসোলিনীকে।
আপনি উগ্র হাওয়ায় কল্পনার ফানুসে চড়ে
চাঁদ ছুঁতে চাইছেন
কিন্তু চেয়ে দেখুন চাঁদে পৌছাঁর আগেই
আপনার স্বপ্নের ফানুস কেমন চুপসে গেছে
হারিয়ে গেছে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার
কক্ষপথ থেকে,
আপনার অন্ধ অনুসারীদের উন্মত্ত উল্লাস- নৃত্য ও করতালি সত্বেও
বিশ্বের সকল বিবেকবান মানুষের কাছে
আপনি একজন ব্যর্থ মহাশূন্যচারী।
আপনি ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছেন
স্বাধীনতা সংগ্রামী শেরে মহীশূর টিপু সুলতানের নাম
যাকে আজো ব্রিটিশ ঐতিহাসিকেরা উনবিংশ শতাব্দির
বিশ্বের শ্রেষ্ঠ বীর হিসেবে সম্মান করে,
আপনি দেশের রাজ্য, প্রদেশ ও শহর-নগরীর
নাম থেকে মুসলিম নামগুলো
মুছে ফেলতে চাইছেন,
কিন্তু এসব নাম কি ঐসব স্থানের
পাহাড় পর্বত ও ধূলিকণা থেকে,
এসব স্থানের ঐতিহ্য-সংস্কৃতি ও মানুষের হৃদয়
থেকে চিরতরে মুছে ফেলা সম্ভব ?
আপনি কি মুসলিম ইতিহাস ঐতিহ্য নিয়ে
আপনার পূর্বসূরী প্রধানমন্ত্রী মহান ভারতীয় পন্ডিত নেহেরু
ও মানবেন্দ্র নারায়নের লেখা পড়েননি ?
আপনি ভারতবাসীর অধ্যত্মিক জগতে
যে পরিবর্তন আনতে চাইছেন
তা ভক্তি ও ভালোবাসার নয়
সেতো পূর্বের শ্রীচৈতন্য কিংবা দক্ষিণের শংকরাচার্য্যের
ভক্তিবাদ নয়,
স্পষ্টভাবেই তা চাণক্যের কূটিল ভাবধারা
ও মাৎস্যন্যায় নীতি।
যে অন্যায় ও নিষ্ঠুর মতবাদ এক সময় মহাভারতকে
শত সহস্র খন্ডে বিভক্ত করে রেখেছিলো
শতাব্দির পর শতাব্দি ধরে
রক্তক্ষয়ী যুদ্ধ-বিগ্রহ ও হিংসা-বিদ্বেষের সাগরে ডুবিয়ে রেখেছিলো,
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব সম্প্রদায়কে খন্ড বিখন্ড করেছিলো
অসংখ্য বর্ণে ও গোত্রে,
যার রক্তাক্ত উত্তরাধিকার আজো বয়ে চলেছে
এই উপ-মহাদেশের কোটি কোটি মানুষ !
অথচ মুসলমানেরা এই ভূখন্ডে এসে
সেই বিভ্রান্তি ও অনৈক্য দূর করেছিলো
গড়ে তুলেছিলো এক ঐক্যবদ্ধ সমৃদ্ধ ভারত
দূর করেছিলো সব ধরণের অন্যায়, অনাচার ও নিপীড়ন।
উত্তরে কামরূপ-কামাক্ষার অন্ধকার জঙ্গল থেকে দক্ষিনের
সমুদ্র উপকূল অবধি ছড়িয়ে পড়েছিলো
সূর্যসম সত্যের আলোক।
আর ভারতবাসীর এই ত্রাণকর্তা শাসককূল
ও সুসংস্কৃত ভারতের রূপকারদের উত্তরসূরীদের
আপনি দেশ থেকে বিতাড়িত করতে চাইছেন
এটা কি কৃতঘ্নতা ও নেমকহারামী নয় ?
এটা কি বহি:প্রকাশ নয়
চরম হীনমন্যতা ও হিংসা-বিদ্বেষের?