
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখার উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার ইষ্ট লন্ডনের একটি হলে দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক হাফিয মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ মজলিসের শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে দারস পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া।বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ। সমাপনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি হাফিয শহীর উদ্দিন, সহ সভাপতি মাওলানা মুহি উদ্দিন, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ হামিদী, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম, আলহাজ্ব তাজুল ইসলাম, আলহাজ্ব বুলু মিয়া প্রমুখ।
প্রশিক্ষণ মজলিসে কার্যসূচীর মধ্যে ছিলো কোরআন তিলাওয়াত, দারসে কোরআন, বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্ন উত্তর, উপস্থিত ডেলিগেটদের বক্তব্য, হেদায়েতী বক্তব্য, মুহাসাবা, সভাপতির সমাপনী বক্তব্য ও দোআ। প্রেস বিজ্ঞপ্তি