ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

প্রিন্স চার্লস ভারতে যাচ্ছেন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: আগামী ১৩ নভেম্বর দু’দিনের সফরে ভারতে যাচ্ছেন ব্রিটেনের যুবরাজ চার্লস। এই নিয়ে দশমবারের জন্য ভারতে যাচ্ছেন তিনি। গত ২৮ অক্টোবর সোমবার তাঁর ব্যাক্তিগত অফিস থেকে এ তথ্য জানানো হয়।
ব্যবসা বাণিজ্য, জলবায়ু পরিবর্তনসহ একাধিক বিষয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আলোচনা হবে।
অন্যদিকে, রানি এলিজাবেথের হাত থেকে পরবর্তী কমনওয়েলথ এর দায়িত্ব নিতে চলেছেন চার্লস। সেই নিয়ে আগামী বছর রোয়ান্ডায় কমনওয়েলথের অন্তর্গত দেশগুলোর বৈঠক রয়েছে। তার আগে চার্লসের ভারত সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে সস্ত্রীক ভারতে গিয়েছিলেন যুবরাজ চার্লস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ