ইউকে শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
হেডলাইন

ব্রিটেন এতদিন যাকে খুঁজছিলো বরিস তাই

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে উৎখাত করার লেবার নেতা জেরেমি করবিনের যে কোন প্রচেষ্টা ‘অনেক কঠিন’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বরিস ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকরের পূর্বে ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করার পর এই মন্তব্য করেন ট্রাম্প। মিরর, সিএনএন

টুইটে ট্রাম্প আরো বলেন, ‘জনসন তাই, যা এতদিন যুক্তরাজ্য খুঁজছিলো।’ এর আগে বরিস রানি এলিজাবেথের কাছ থেকে পার্লামেন্ট স্থগিত করার অনুমতি চেয়ে নেন। এর ফলে চুক্তিবিহীন ব্রেক্সিট আটকে দেয়ার জন্য এমপিদের হাতে প্রয়োজনীয় সময় থাকবে না। তবে জেরেমি করবিন বলছেন, সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট হবে এই প্রক্রিয়ার পাল্টা কৌশল।
করবিনের এই মন্তব্যের পর ট্রাম্প টুইট করেন, ‘বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা জেরেমি করবিনের জন্য খুবই কঠিন হবে। কারণ সবচেয়ে বড় কথা ব্রিটেন এতদিন যাকে খুঁজছিলো বরিস তাই, এবং তিনি নিজেকে ‘সেরা একজন’ হিসেবে প্রমাণ করবেন। ভালবাসি, ব্রিটেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com