ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

পূর্ব লন্ডন থেকে ব্রিটিশ বাংলাদেশি কিশোরী নিখোঁজ

মুনজের আহমদ চৌধুরী: লন্ড‌নে বাঙালিপাড়া বলে পরিচিত পুর্ব লন্ড‌ন থে‌কে নি‌খোঁজ হয়ে‌ছে এক ব্রি‌টিশ বাংলা‌দেশি কি‌শোরী। নিখোঁজের আট দিন পে‌রি‌য়ে গে‌লেও পু‌লিশ সুমাইয়া বেগ‌মের কোনও সন্ধান পায়‌নি।
নি‌খোঁজ সুমাইয়‌া বেগম (১৫) ‌রি‌জেন্টস পার্ক এলাকার বা‌সিন্দা।
লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের একজন মুখপাত্র জানান, ৯ আগস্ট শুক্রবার দুপুর দেড়টার দি‌কে বাসা থে‌কে বের হ‌য়ে যান সুমাইয়া। এরপর আর তার কোনও সন্ধান পাওয়া যা‌চ্ছে না।
পু‌লিশ আরও জা‌নায়, বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় সুমাইয়ার সঙ্গে কোনও ফোন বা টাকা পয়সাও ছিল না।
পুলিশের পক্ষ থেকে সুমাইয়ার কোনও সন্ধান পে‌লে লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লিশকে জানাতে অনু‌রোধ ক‌রা হয়ে‌ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ