ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

ঝুঁকির মুখে বরিসের প্রধানমন্ত্রীত্ব

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: গত বৃহস্পতিবার ব্রিটেনের ওয়েলস রাজ্যের উপনির্বাচনে হেরেছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী। সাবেক প্রধানমন্ত্রী থেরেসার মে’র কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের ব্যালট বক্স পরীক্ষায় হেরে গেলেন বরিস জনসন। লিবারেল ডেমোক্রেটিকের প্রার্থীর কাছে দল হেরে যাওয়ায় পার্লামেন্টে জনসনের দলের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকছে মাত্র একটি আসনের ব্যবধানে। ইয়ন
বিশেষজ্ঞদের আশঙ্কা, বরিসের দল যদি আর কোনো নির্বাচনে পরাজিত হয় কিংবা তাঁর সঙ্গে মতানৈক্যের জেরে কেউ দল ছেড়ে যান, থেরেসা মের মতো তাঁকেও সংখ্যাগরিষ্ঠতা হারাতে হবে। আর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালে মেয়াদের পূর্বেই প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন তিনি।
অর্থ ব্যয়ে কারচুপির অভিযোগে পদত্যাগে বাধ্য হওয়া কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্রিস ডেভিসের উপনির্বাচনে জয় নিশ্চিত করতে জনসন ওয়েলসে সংক্ষিপ্ত সফর করেন। তবে তাতেও কাজ হয়নি। ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের যুক্ত থাকার সমর্থক লিবারেল ডেমোক্রেট প্রার্থী জেন ডডস প্রায় দেড় হাজার ভোটের ব্যবধানে ডেভিসকে পরাজিত করেন। নির্বাচনে জয়ের পর জেন ডোডস বলেছেন, ‘এমপি হয়ে ওয়েস্টমিনিস্টারে যাওয়ার পর আমার প্রথম কাজ হবে বরিস জনসনকে খুঁকে বের করা। আমি তাকে জোরালো ও স্পষ্টভাবে বলবো, ‘চুক্তিবিহীন ব্রেক্সিটের নামে ভবিষ্যত প্রজন্মকে নিয়ে খেলা বন্ধ করো।’
বরিস বলেছেন, ব্রাসেলসের সঙ্গে চুক্তি না হলে চুক্তি ছাড়াই ব্রিটেনকে বের করে নেয়ার জন্য কাজ করছেন তিনি। বুধবার অর্থমন্ত্রী সাজিদ জাভিদ চুক্তিবিহীন ব্রেক্সিটের জন্য ২ হাজার ৬০০ কোটি ডলার বাড়তি বাজেট ঘোষণার কথা জানিয়েছেন। তবে শুক্রবার এটি নিয়ে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডে গর্ভনর মার্ক কারনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ