
বাংলাদেশ খেলাফত মজলিস লিডস ও ব্রাডফোর্ড শাখার যৌথ দ্বি-বার্ষিক মজলিসে শূরার অধিবেশন গত ২১ জুলাই রবিবার জে কে এন মিলনায়তনে ব্রাডফোর্ড শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও লিডস শাখা সভাপতি মাওলানা সৈয়দ মশহুদ হুসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা, ব্রাডফোর্ড তাওক্বুলিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল জলিল, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা শায়খ নাজিম উদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন, বার্মিংহাম শাখার সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, লিডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিল, আলহাজ্ব শাহজাহান সিরাজ প্রমুখ।
অধিবেশনে উপস্থিত শূরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০১৯ /২০ ইংরেজি সেশনের জন্য মাওলানা সৈয়দ মশহুদ হুসেনকে সভাপতি, হাফিজ আখলাকুর রহমান চৌধুরীকে সহ সভাপতি, মাওলানা সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক, হাফিজ মাওলানা সাহিদুর রহমানকে সহ সাধারণ সম্পাদক, মাওলানা সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা সৈয়দ ফয়েজ আহমদকে প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মারুফ আহমদকে বায়তুলমাল সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট লিডস শাখা এবং মাওলানা আব্দুস সালা কে সভাপতি,মাওলানা জাহাঙ্গীর খান কে নির্বাহী সভাপতি, ক্বারী মাওলানা আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক, মাওলানা রশিদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ব্রাডফোর্ড শাখা পূনর্গঠন করা হয়।মজলিসে শূরার অধিবেশনে কর্মসূচির মধ্যে ছিল ক্বোরআন তিলাওয়াত, শাখার বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, দায়িত্ব হস্তান্তর, কমিটি গঠন, অতিথিদের বক্তব্য, নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ ও মোনাজাত।
পরিশেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান অতিথি দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। সংবাদ বিজ্ঞপ্তি