ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের বৈঠক গত ২১ জুলাই রবিবার নর্থ ইংল্যান্ড এর ব্রাডফোর্ডস্থ জে কে এন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী সভায় শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে দারস পেশ করেন শাখার প্রশিক্ষণ সম্পাদক শায়খ মাওলানা সৈয়দ মশহুদ হুসাইন।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ফয়েজ আহমদ, সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন, নির্বাহী পরিষদের সদস্য ক্বারী মাওলানা আব্দুল জলিল প্রমুখ।

বৈঠকে রিপোর্ট পেশ ও পর্যালোচনা, দ্বি মাসিক পরিকল্পনা গ্রহণ, আগামী ২৭ জুলাই শনিবার কর্মী ও সুধী সমাবেশ সফলের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ, শাখা দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ মজলিসের আয়োজন, শাখা সমূহ পূণ:গঠন এর লক্ষ্যে বিভিন্ন শাখায় সফর, কেন্দ্রীয় কার্যালয় ক্রয়ে আর্থিক সহযোগিতা প্রদান, সমাজকল্যাণ ফান্ডের কালেকশন এর রিপোর্ট, হেদায়াতী বক্তব্য, এহতেসাব, সভাপতির সমাপনী বক্তব্য ও মোনাজাতসহ অন্যান্য কর্মসূচি অন্তর্ভূক্ত।

সভা থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বাংলদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সামগ্রিকভাবে এসব বিষয়ে সরকার ও দেশের জনগণকে সতর্ক ও সজাগ থাকতে আহবান জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বন্যা দুর্দশাগ্রস্ত অসহায় মানুষের পাশে যার যার সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান । সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ