
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: চলতি-জুলাই মাসে ইংল্যান্ড সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এনভয় কনফারেন্স করবেন তিনি।
সূত্র জানায়, আগামী ২০ জুলাই ইউরোপে নিযুক্ত বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূতের সঙ্গে লন্ডনে এনভয় কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সরকার। এজন্য বাংলাদেশের রাষ্ট্রদূতদের উন্নয়ন, অর্থনৈতিক কূটনীতি ও রোহিঙ্গাসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।