ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

নো-ডিল ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন রুশনারা আলী

ইউকে বাংলা অনলাইন ডেস্ক: ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রীর নো-ডিল ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সে তিনি এই চুক্তির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন ও বো এলাকা থেকে নির্বাচিত লেবার পার্টির এই এমপি এই সপ্তাহে সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন ও জেরেমি হান্টের নো ডিল ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই মাসের শেষের দিকে বর্তমান প্রধানমন্ত্রী টেরেসা মে দায়িত্ব ছাড়লে এই দুজনের একজনই নতুন প্রধানমন্ত্রী হবেন। যুক্তরাজ্যের চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের উদ্দেশে দেয়া ভাষণে রুশনারা আলী উল্লেখ করেন, নো-ডিল ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য বিপর্যয় ডেকে আনবে, কর্মসংস্থান ও জীবিকা প্রভাবিত করবে। তিনি বলেন, ‘কনজারভেটিভ পার্টির উভয় নেতাই একটি নো-ডিল ব্রেক্সিট সমর্থন করছেন। রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য তাদের দেশ বিক্রি করা থামানো উচিত।’ এ সময় তিনি হ্যামন্ডকে লেবার পার্টির বিরোধী বেঞ্চে যোগ দিয়ে নো-ডিল ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট দেয়ার আহ্বান জানান। সিনিয়র কনজারভেটিভ এমপি হ্যামন্ড নিজেও নো-ডিল ব্রেক্সিটের বিরোধী। তবে ভবিষ্যতে পার্লামেন্টে এই বিষয়ে কোন ভোটের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রিটিশ মন্ত্রী বলেন, ‘নো-ডিল ব্রেক্সিট এড়াতে আমি সবকিছু করব। সরকারী পর্যালোচনায় দেখা গেছে নো ডিল ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের অর্থনীতি বিপর্যস্থ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ