
=
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ লিখেছিলেন- মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা।
আব্রাহাম লিংকন বলেছেন, যার মা আছে, সে কখনও গরীব নয়। মাকে নিয়ে আরও কত শত-সহস্র উক্তি রয়েছে। যা বলে শেষ করা যাবে না। মায়ের প্রতি সন্তানের ভালবাসার সীমারেখাও বলে বোঝানো যাবে না।
তেমনই এক সন্তান ফরিদপুরের চর টেপাখোলা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী তৈয়বুর রহমান স্বপন। তার মায়ের প্রিয় খাবার দুধ-ভাত আর কলা।
তাই প্রতিদিনই স্কুল থেকে ফিরে এভাবেই পরম যত্নে নিজ হাতে মা’কে এভাবে দুত-ভাতে কলা মেখেমাকে খাওয়ান তিনি। এ খবর দৈনিক মাতৃকণ্ঠের।
এটি ছাড়াও তিনি তার মাকে নিয়মিত গোসল করান ও সময়মতো ওষুধ সেবন করান।
মায়ের প্রতি স্বপনের মতো প্রত্যেক সন্তানের ভালোবাসা এরকমই হওয়া উচিৎ বলে মত দিয়েছেন সচেতনরা। সেই সাথে মায়ের প্রতি স্বপনের এমন অকল্পনীয় ভালবাসাকে শ্রদ্ধা জানিয়েছেন সকলে।