ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

মুখে গন্ধ থাকায় মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা অহরহ ঘটে। কিন্তু ভারতের বেঙ্গালুরুর একটি ঘটনায় চমকে গেলেন পুলিশ কর্মকর্তারা। মায়ের মুখে গন্ধ থাকায় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বেঙ্গালুরুর ভারতী নগরের বিকাশ।

বেসরকারি সংস্থায় কর্মরত বিকাশ তাঁর বিধবা মায়ের একমাত্র সন্তান। চলতি বছরের জানুয়ারি মাসে দাঁতে প্রবল যন্ত্রণার কারণে মুখে অপারেশন করা হয় তার মায়ের।

কিন্তু সেই অপারেশনের পর মুখে সংক্রমণ হয়ে যায় তার। ফলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। মায়ের চিকিৎসা করার বদলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বিকাশ। বাড়িতে অতিথি আসলে মায়ের মুখের গন্ধের কারণে তাদের সম্মান নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি।

এরপর থানায় যান শ্যামলা। পুলিশ বিকাশ ও তার স্ত্রীকে থানায় ডেকে বকাঝকা করলেও এমন ছেলের কাছে ফিরতে রাজি হননি শ্যামলা। আপাতত তাকে একটি বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। যে কোনো প্রয়োজনে পুলিশ তাকে সাহায্য করবে বলে জানিয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ