ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

তুমি লিখে যাচ্ছ প্রবঞ্চনার দলিল

আশরাফ হাসান

তুমি লিখছো দ্বান্দ্বিক দলিল
তোমার ভিশনযুক্ত প্রথম অনুচ্ছেদ
বিমুক্ত পাখির মতো ডানা ঝাপটায়।

কাউন্টার অনুচ্ছেদের মতো পরক্ষণে
বেমালুম ভুলে যাও আদর্শবাদিতা
যেন কপট প্রণয়ী গাঁথে প্রেমোপখ্যান ;

ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে গোয়েবলস
গ্যাস চেম্বারে বসিয়ে দেয় বোধ ও বিবেককে।

চারপাশ ঘিরে দাঁড়িয়ে থাকে মুসোলিনি চেঙ্গিস,
আবু লাহাব এগিয়ে আসে প্রস্তর হাতে।

তুমি হয়ে যাও আত্মপ্রবঞ্চিত প্রেমিকার উপমা,
গুমোট জিঘাংসাগুলো রুদ্ধশ্বাস হয়ে
বেরিয়ে আসতে থাকে বারুদের মতো।

তুমি লিখে যাচ্ছ প্রেমিক প্রবঞ্চনার দলিল ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ