ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মাহে রামাদ্বানের প্রার্থনা

আশরাফ হাসান

এই পবিত্র মাহের অসীলায় প্রভু আমাদের
কলহপ্রিয়তা থেকে পবিত্র করো,
পূত করে দাও আমাদের মদমত্ত জবান
যার প্রতিটি শব্দ পাথর-শ্যাওলার মতো পিচ্ছিল
যুগপৎ এভাবে বিপদগ্রস্ত করেছে আমাদের পথঘাট l
আমাদের নিয়্যতগুলো ঊর্ধমুখী করে দাও
আর তোমার আরশে আযীমের অনুগামী করো
যেভাবে দিয়েছিলে আম্বিয়াদের এবং অনুসারীদের, মহব্বতের রজ্জু যাদের বাঁধা ছিলো না দুনিয়ার সাথে
প্রতিটি নিশ্বাস পরিবেষ্টন করেছিল তোমার সন্তুষ্টি l

গুনাহ দগ্ধকারী রামাদ্বানের হে পরম স্রষ্টা!
এ মাসে তোমার অনুগ্রহের যে ছায়া বিস্তৃত
এর প্রশান্ত শীতলতায় আমাদের আশ্রয় দাও
কোমল স্নিগ্ধতার চাদরে ঢেকে দাও তাবৎ দাবানল
কামনার লেলিহান শিখাকে নিভিয়ে দাও ,
হে পরওয়ারদেগারে আলম !
আমাদের দুর্বিনীত বেলাজ দৃষ্টিকে নতজানু করো-
মৃত্তিকার দিকে, যেখান থেকে উত্থিত হয়েছি আমরা l

হে চিরঞ্জীব প্রতিপালক, গ্রহ-নক্ষত্রের নিয়ন্তা!
আমাদের শরীর আর মনের খায়েশ
বিরতিহীন উপভোগ করে তোমার নিয়ামতের ফল্গুধারা,
আমাদের করায়ত্ত করে দিয়েছো পাতাল থেকে
আকাশ, উত্তর থেকে দক্ষিণ মেরু অবধি
সম্পদের পাহাড়, নিরংকুশ আধিপত্যের সম্ভাবনা l
নখদর্পনে এনে দিয়েছো ডিজিটাল বিশ্বয়কর গ্রাম
প্রশ্বাসের আগেই স্বচ্ছ জলের মতো স্ক্রিনে
প্রতিবিণ্বিত হয় বিচিত্রতর জীবনাচারের গল্প ;
তোমার সমুদার দানের করুণা ঘিরে আছে অগণিত স্বর্ণগহ্বর তৈলপ্রপাত আর ধনগর্ভা মৃত্তিকা
অথচ আমরা তোমার না-শোকর বান্দার উপমা l

তোমার দয়ার্দ্র বৃষ্টিতে ভেজা এই এবাদাতের রাতে আমরা নির্লিপ্ত তোমার কৃতজ্ঞতায়
শয়তান কারাবন্দি তবুও তার স্মরণে আমরা ব্যতিব্যস্ত,
ত্যাগের বদলে কিনে নিয়েছি ভোগের পেয়ালা
জান্নাতের বিনিময়ে ক্ষণজীবনের উন্মাদনা l

প্রশান্ত আত্মার হে স্রষ্টা!
মানবকল্যাণের দায়িত্ব অর্পণকারী!
পরানিষ্ট থেকে আমাদের চিত্তকে ফিরিয়ে নাও ,
প্রতিনিধিত্বের দায়িত্বে থাকা হাতগুলোকে
বৃক্ষচ্ছায়ার মতো প্রসারিত করো
যেভাবে হয়রান পথিক জিরিয়ে নেয় প্রখর খরতাপে l
আমাদের সিনায় ভাতৃস্নেহের ঝর্ণা বইয়ে দাও
স্বার্থান্ধ আত্মায় প্রবাহিত করো প্রেমপ্লাবী নদী l

এই মাগফেরাতের পুন্যপ্রহরে
আমাদের ফিরিয়ে দিওনা তোমার ক্ষমাদৃষ্টি থেকে
নাজাতের সবুজ প্রাঙ্গনে খুলে দাও রহমতের দরোজা,
এমন অনুগ্রহবর্ষি দিনেও শোনা যায় নক্ষত্রবিলাপ
বৃষ্টিধারার মতো প্রাণ ঝরে যাওয়ার শব্দ- – –
হে আকাশ ও জমিনব্যাপী সুবিস্তৃত কুর্সির অধিপতি !
যারা সকাল-সন্ধ্যায় মানুষের রক্তনদীতে
গোসল সেরে নেয়, মাংস পোড়ার গন্ধ ভালোবাসে
তাদের আগ্নেয়াস্ত্র যুদ্ধবিমান হেলিকপ্টার গানশিপ
বিকল করে দিতে, পরমাণু চুল্লিকে নিভিয়ে দিতে
প্রস্তুত করে দাও জিব্রাইলের বিস্ময়-ডানা,
প্রবঞ্চক রাজ-রাজড়াদের শায়েস্তা করো প্রভু
যাদের ভোগমাতাল ঢেউয়ে ভেসে যায় স্বপ্ন ও শব্দ l

দুজাহানের প্রতিপালক, হে রহমান রাহীম
কুরআন নাজিলের এ স্মৃতিভরা মাহে
আমাদের ব্যাধিগ্রস্থ আত্মাকে পরিশুদ্ধ করো
তোমার সন্তুষ্টির অন্তিম মাকামে অধিষ্টিত করো
নাফ্সে মুতমাইন্নাহ ,
রোজাদারের জন্যে খুলে দাও প্রতিশ্রুত রাইয়ান l

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ