ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

ব্রিটেন ছাড়ার পরিকল্পনা করছেন শীর্ষ ধনীরা !


ইউকে বাংলা অনলাইন ডেস্ক: রোববার ব্রিটিশ দৈনিক সানডে টাইমস ‘ব্রিটেনের শীর্ষ ১ হাজার ধনী’র বার্ষিক তালিকা প্রকাশ করে। এই ধনীদের মোট সম্পদ প্রতিবছর ব্রিটেনের সরকারি ব্যয়ের সীমাকেও ছাড়িয়ে যায়। এই তালিকা প্রকাশের পর ব্রিটেনের লেবার দলের নেতা জেরেমি করবিন শীর্ষ ১ হাজার ধনীর তালিকায় থাকা ব্যক্তিদের ট্যাক্স রিটার্ন দাখিল করার দাবি জানান।
দ্য মিরর
লেবার দলের এই নেতা বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে এই তালিকায় অন্তর্ভুক্ত থাকা সবাইকে ট্যাক্স রিটার্ন প্রকাশ করতে হবে, দেখাতে হবে তারা কোথায় নিবন্ধন করেছেন এবং কি পরিমাণ কর পরিশোধ করেছেন।’ এ বছর শীর্ষ ১ হাজার ধনীর মধ্যে ১৫১জনই বিলিওনার, যাদের মোট সম্পদ ৭৭১ বিলিয়ন পাউন্ড। যেখানে ২০১৭/১৮ অর্থবছরে ব্রিটিশ সরকারের মোট ব্যয় ছিলো ৭৮৯ বিলিয়ন পাউন্ড।
এদিকে দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, ‘কিছু কিছু আল্ট্রা-ধনী ভাবী প্রধানমন্ত্রী জেরেমি করবিনের শঙ্কায় ব্রিটেনে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এই ১০ জনের মধ্যে একজন বলেছেন, তারা নিজেদের সম্পদের সুরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কুইন ব্যাংকের প্রধান মিলিওনার আলফি বেস্ট বলেন, ‘ক্লায়েন্টরা ব্রেক্সিটের চাইতে করবিনকে নিয়ে বেশি উদ্বিগ্ন।’ আর করবিন বলছেন, ‘সানডে টাইমসের এই প্রতিবেদন আমাদের বিপুল পরিমাণ বৈষম্যের বার্তা দিচ্ছে যা আমাদের সমাজের জন্য আশঙ্কাজনক।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ