ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সুন্দরের লোবান

আ শ রা ফ হা সা ন

জানি একদিন তুমিও নামাজে দাঁড়াবে
রোজা থাকবে কোনো দূরগামী মুসাফিরের মতো
ইফতারের ওয়াক্ত হওয়ার আগেই মিনতিভঙ্গি
নিয়ে বসে পড়বে জায়নামাজে
যেভাবে ভালোবাসার উত্তাপ হৃদয় খুঁড়ে
চলে যায় দীলের গহীনে
সেভাবে তুমিও একদিন তৃষার্ত প্রার্থনার হাতে
তুলে নেবে অপ্রস্তুত সন্ধ্যার নামতা l

জানি একদিন তুমিও মাস্তুলে ঢেউ লাগা নদীর মতো
জিকিরের ছন্দ তুলবে ,
শ্রাবণমেঘের দিন যেভাবে কান্নায় ভেঙে পড়ে
পৃথিবীর কোলে
সেরকম তুমিও সজল স্পর্শে তুমুল ভেজাবে
সিজদার প্রিয় মাটি l

জানি এ গাঁথুনি তোমার শিল্পপিপাসা কিংবা
বৈষয়িকাভাব কিছুই মেটাবে না ,
তবু ক্লান্ত অবসন্ন কৃষক যেভাবে লাঙ্গলের ফলার
আঘাতে তুলে আনে ফসলের স্বাদ
সেভাবে হয়তো এখানে দুয়ার খুলে দেবে
কোনো সরোদ সাকিন্ ;
তুমি সহস্র আস্তরণ ভেদ করে প্রবেশ করবে সেখানে l

তোমারও পাথুরে হৃদয় ভেঙে যাবে একদিন
যেখানে কালো মেঘপুঞ্জের ন্যায় পাপের ধুয়াচ্ছন্ন
আস্তরণ ঢেকে দেয় আত্মার আকাশ
দুচোখে আদিগন্ত ঔদ্ধত্বের লেগুন ,
তুমিও একদিন মমির ঘর থেকে তুলে আনবে
স্বপ্ননিদ্রাহত প্রেমের কংকাল l

জানি একদিন তুমিও আলো আলো বলে চীৎকার
করতে করতে মুক্তির প্ল্যাকার্ড সজ্জিত
মিছিল নিয়ে সাভার শহীদ মিনার ঢাকা মেডিকেল
সোহরাওয়ার্দী উদ্যান সূর্যসেন হল টিএসসি
মধুর ক্যানটিন হয়ে পৌঁছে যাবে
কেন্দ্রীয় মসজিদের চিরসবুজ উদ্যানে ;
শপথে শপথে বলীয়ান হাতগুলো পরম মমতায়
খুঁজতে থাকবে কোনো মায়ের ম্লান মুখচ্ছবি l

জানি কোনো একদিন এ লেখাটিও তোমার পছন্দ হবে ,
সম্ভবত সেদিন নাও থাকতে পারি তোমার কাছাকাছি l
জানি একদিন তুমিও ঝড়ো হাওয়ায় উড়ে আসা
বৃষ্টির ঝাপটার ন্যায় ফুঁপিয়ে কাঁদতে থাকবে ,
আনত প্রার্থনার ভোরে উড়তে থাকবে
শত শ্বেত পায়রা
আর তোমার শুভ্র কাপড়ের স্নিগ্ধতা ঘিরে
ছড়িয়ে পড়বে প্রেমবিপ্লবী সুন্দরের লোবান l

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ