
কামরুন নাহার রুনু
জীবন তবে-কি সময়ের নাভিমূলে
শিঙ-মাগুরের ঘাই !
দেয়ালঘড়ি বাঁধুক সময়ের কাটা
জীবনের মানে এরও বাহিরে কিছু !
গভীর প্রেমে হতে পারে জন্ম সুঠাম সুন্দরের!
পৃথিবী তখন সংকুচিত
যখন ব্যথাটা ভালোবেসে ঝাঁপিয়ে পড়ে বুকের-মধ্যখানে!
বৃষ্টিতে গাছের রঙ যতটা উজ্জ্বল হয়
কান্নার শেষে চোখে জ্যোতি ততটা বাড়ে !
বুক ভরে দীর্ঘশ্বাস নিতে গেলে
চোখ ভালোবেসে কান্না প্রসব করে !
মুহূর্তে শরতের পাতা-ঝরার দিন আসে
যদি ভালবাসার নিঃসীম ক্ষুধা রয়ে যায় বুকে!