ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

স্বাগতম মাহে রমজান

নুরুন্নেছা চৌধুরী রুনী

এসো হে রমজান, তুমি এসো
ধরণীর যত কালিমা,সব তুমি মুছো,
সব মুছো।
যত পাপ-তাপ,ধুয়ে মুছে করো সাফ্
শ্রান্তি-ক্লান্তি,দুঃখ বেদনা সকল
তুমি নাশো।
সংযম-ইবাদত,পূণ্যের ইমারত,
মুসলিম চাহে যে নাজাত ! তুমি এসো,
–হে রমজান !
তুমি আসবে তাই,–
উদ্বেল উল্লাসী–মুসলিম প্রাণ,
জানাই স্বাগতম, হে রমজান !

২৯|৪|২০১৯ইং
নিউইয়র্ক,বাফেলো

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ