
ইউকে বাংলা অনলাইন ডেস্ক: সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-উর-রশিদ। তিনি বলেন,‘আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিম্ন আদালতের ফরমায়েশি রায়ে সাজাপ্রাপ্ত।’
সোমবার শপথগ্রহণ করেন হারুন-উর-রশিদ। শপথ নিয়েই সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। তাঁর সঙ্গে আজ আরো শপথ নেন বিএনপির আমিনুল ইসলাম, উকিল আবদুস সাত্তার ও মোশাররফ হোসেন। গত বৃহস্পতিবার শপথ নেন বিএনপির জাহিদুর রহমান জাহিদ।
সংসদে দেওয়া প্রথম বক্তব্যেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন হারুন-উর-রশিদ। এ সময় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হারুন-উর-রশিদ বলেন, ‘আজকে সারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে।সাম্প্রতিক সময়ে যে উপজেলা নির্বাচন হয়েছে সমস্ত রাজনৈতিক দল বর্জন করেছে। আপনারাই প্রার্থী দিয়েছেন, আপনারাই বিরোধী প্রার্থী দিয়েছেন। তারপরও সেখানে পাঁচ পারসেন্ট লোকও ভোটকেন্দ্রে যায়নি।
আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিম্ন আদালতের ফরমায়েশি রায়ে সাজাপ্রাপ্ত। সংসদ নেতা আপনার প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব উনি ৭৪ বছর বয়স্ক বৃদ্ধা। উনি আজ হুইল চেয়ারে চলাফেরা করছেন। উনার এ অবস্থায় জেলখানায় থাকার কথা নয়। অন্ততপক্ষে উনার জামিন পাওয়া উচিত।
উচ্চ আদালতকে যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে দেন আপনার যারা নিয়োজিত অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্মকর্তা রয়েছেন তারা যদি সত্যিকার অর্থে বাধাপ্রদান না করেন আমি বিশ্বাস করি উনি কালকেই জামিন পাবেন।’
এমপি হারুন আরো বলেন, ‘বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করতে হবে, বাংলাদেশকে অবশ্যই জঙ্গিমুক্ত করতে হবে। বাংলাদেশকে অবশ্যই মাদকমুক্ত করতে হবে। এখানে দলমত নির্বিশেষে এই বিষয়গুলোতে যদি আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলেই আমি মনে করব আমরা সেখানে সাফল্য অর্জন করতে পারব।’