ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

প্রেম ঘর বেঁধেছে বহু দূরে

ফাহমিদা ইয়াসমিন

প্রেম ঘর বেঁধেছে
বহু দূরে
একি মনের আপন ঘরে।
বিনী সুতোর মালার সুখে
জেগে থাকে মনে মনে
মনের চোখে।

প্রেমের বাঁশি যায় বেজে যায়
কূল কিনারা নাই কিছু নাই।

প্রেম, ঘর বেঁধেছে
মন কেড়েছে
মনের খোঁপায়
ফুল গিঁথেছে।

দিনে দিনে প্রেমের নীড়ে
ভীর প্রহরা কাটছে না কাল,
কেমন করে যাচ্ছে চলে
সন্ধ্যা রাতি শুভ্র সকাল।

তবুও আশা
তবু স্বপন
প্রেম যেন এক মানিক রতন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ