ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

রানি এলিজাবেথের ভাষণ পেছাতে তৎপর থেরেসা মে


ইউকে বাংলা অনলাইন ডেস্ক: রানি এলিজাবেথের বার্ষিক ভাষণ এ বছরের শেষ পর্যন্ত পিছিয়ে দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সরকারী সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট ব্রেক্সিট চুক্তি অনুমোদনে পৌঁছাতে না পারায় রানির ভাষণ নিয়ে কোন পরিকল্পনা করা হয় নি।
২০১৭ সালের মধ্য-জুনে দুই বছরের পার্লামেন্টারি সেশনের ঘোষণা দিয়েছিলেন থেরেসা। সেই হিসেবে কয়েক সপ্তাহের মধ্যে রানির ভাষণের তারিখ ঘোষণা দেয়ার কথা রয়েছে। যদিও সরকারের কিছু ব্যক্তি মনে করছেন থেরেসা বিষয়টি এড়াতে চাইছেন।
ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছে, ‘এখন পর্যন্ত রানির ভাষণের কোন তারিখ নির্ধারিত হয় নি। তবে রানির ভাষণ বিলম্ব করা ঠিক হবে না।’ সাম্প্রতিক বছরগুলোতে মে থেকে জুনের মধ্যেই ভাষণ দিয়ে আসছেন রানি এলিজাবেথ। গার্ডিয়ান জানায়, রানির ভাষণ নিয়ে থেরেসার অস্বস্তির অনেক কারণ রয়েছে। এর মধ্যে আছে ব্রেক্সিট চুক্তি নিয়ে কট্টর কনজারভেটিভ ইউরোসেপ্টিক, ডেমোক্রেট ইউনিয়নিস্ট পার্টি ও বিরোধী দলগুলোর তার ব্রেক্সিট পরিকল্পনার বিরুদ্ধে ভোটের আশঙ্কা। কারণ রানির ভাষণ এমপিদের সরকারের ওপর অনাস্থা ভোট আনার সুযোগ তৈরি করে দিতে পারে। কিন্তু রানির গুরুত্বপূর্ণ ভাষণের আগে থেরেসার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া বিরোধীদের জন্য কঠিন হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ