
মুহাম্মদ শফিকুর রহমান শাহজাহান
মধ্য-শাবান রাত্রি বেলায়
আমার মনে সাধ,
মাফ করে দাও আল্লাহ তুমি
সকল অপরাধ।।
পাপ করেছি কত শত
দিনে এবং রাতে,
পাপ করেছি চোখে মুখে
পায়ে এবং হাতে।।
নামাজ রোজা হয়নি করা
যেমন তুমি চাও,
করিনি হায় শোকর গুজার
যে নিয়ামত দাও।।
তোমার আদেশ-নিষেদ নিয়ে
ঘামাই নিতো মাথা,
নেকী তো নয় ! পূর্ণ হলো
আমার বদির খাতা।।
দু’চোখ দিয়ে এখন দেখি
আঁধার এবং আঁধার,
উপায় খুঁজি পাপ মোচনের
উপায় খুঁজি কাঁদার।।
যখন দেখি তুমি হলে
গফুর ও রাহমান,
মনের থেকে ভয় চলে যায়
হৃদয় করে গান।।
মালিক তুমি, খালিক তুমি
বিচার দিনের কাজী,
সব অপরাধ ক্ষমা করো
আমাতে হও রাজি।।
Birmingham
19th April 2019