ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বিশ্বাস

ফাহমিদা ইয়াসমিন

বিশ্বাস করতে শেখো মানুষকে
দেখবে, তোমার সারাটা পৃথিবী
রঙ্গে রঙ্গিন হয়ে আপনা আপনি
তোমার নিজের ভেতরে একটা নিরেট ভালোবাসা তৈরি করে দেবে।

যে ভালোবাসায় থাকবে পারস্পারিক শ্রদ্ধাবোধ,
থাকবে ভালোলাগার দায়বদ্ধতা।
যেখানে একজন অন্যজনকে মানুষ হিসেবে পূর্ণ মর্যাদা দেবে।
সেখানে কোন ভয় নেই লোভ নেই হিংস্রতা নেই।
সেখানে ভালোবাসার প্রকাশ বহমান নদীর মতো।
ধাবমান মোহনার পাড়ে-কিন্তু সাগর সঙ্গমে নয়,
নিজেকে বিলীন করে দিতে।
নিশ্চিন্তে নির্ভাবনায় কেবলি আশার সমান বড় স্বপ্ন বোনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ