
শামীমা কালাম
আসিলো যতো কথা মনের মাঝে
তার চেয়ে বেশি গিয়াছে দুনিয়ার কাজে
কী কথা কী ব্যাথা কী অনুভব
চাইলেই কী আর বলা যায় সব?
গ্রন্হ বিদ্যা বুদ্ধি উল্টে গিয়াছে আজ
যাহা চাই তাহা নাই,নাই কোন লাজ
তবু আসে ধন মন জন বাহারি রূপ
চাইলেই কী আর বলা যায় সব?
না না রাগ করবেন না শুনে শবের কথা
সব বলিবেন? বলুন তবে বলিবেনা জানি খাঁটি কথা
কে কাকে খুন করিলো কে কাকে মারিলো ,
জানিলেন দেখিলেন চিনিলেন তাহারে
তবু মুখে বান্ধিলেন তালা,পালারে নন্দ পালা!
পালা ঘর বাড়ি নারী গাড়ি দূর বৈদেশে
যেখানে নিজের সাথে লুকোচুরি চলিবে অনায়াসে
বলুন বলুন কথা একা একা তব
চাইলেই কী আর বলা যায় সব?
কেহ মানব কেহ দানব কেহ মুখোশ লেনদেন
এইসবে কী আর যায় আসে সাহেব কিংবা মেম?
মানিলে মানুক চলিলে চলুক আপনভূবন বন
বৃক্ষনতার মতো বায় স্বার্থ ভাঙে কত মন,
যা কিছু দেখিয়া যায় সব কী আর দেখা
কপাল বলিয়া বসিয়াছে যারা সব লোক বোকা
অমন অনুকূল সময় যায় যায় ধরো
ইচ্ছা থাকিলে উপায় হয় এই সুরে মরো
কাকে রাখিবে সাথে,কাকে করিয়া দূর
তাহার মনের সব অভিলাস হৃদয় চোর
যতো করিবে আপন আপন ,আপন কী আর আছে?
রঙের দুনিয়া চলিছে হেলিয়া সব কিছুই মিছে।
তবু খুলিয়া আঁখি চলিয়াছে দাপটে নিপীড়ক
প্রতিবাদ করিয়া নির্যাতিত মানব খুলিয়াছে মোড়ক,
দুয়ানিয়ার সকল হিংসা পুড়িয়া বিলিন
মানুষ মানুষ হইবে আসিতেছে সুদিন
আমারে যে অনুরাগিলো তাহার লাগিয়া সব
মরিয়া বাঁচিয়া যাই ,যদিও বলিনাই কী ছিলো শব!
২০ এপ্রিল ২০১৯