ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

অষ্টাদশী নারী

কামরুন নাহার রুনু

গাঢ় অমানিশা……
রাত্রির খয়েরী ছায়া ছুঁয়েছিল অষ্টাদশীর বুক!
হিংস্র লোমশ হাত চেপে ধরেছিলো কণ্ঠনালী, গ্রীবা কিংবা ঠোঁট
তোমরা বলো তাঁকে সতীত্বহীন, আমি বলি তাঁকে মা!

আজন্মকাল পিতা পিপাসু আগামী আমি;
দিয়াশলাই উত্তাপ বুকে জন্মাবধি জেগে আছি
আমার ঘুম নেই; গুণে যাচ্ছি
পৃথিবীর বুকে লেখা বৈধ হিসাব !

কারা কারা বিষ দহনে পুড়িয়েছে বুক;
কারা আঁধারে ডুবে ডুবে দেখেছে আলোর মিছিল!
বুকে এক আকাশ ঘৃণা নিয়ে যারা বুনেছে ;
নিখোঁজ সূর্যের বুকে ভালোবাসার বিলুপ্ত বীজ!আমি তাদের উত্তাপ ছড়াই ।

লোকে বলে সদ্যজাত শিশু নতুন আলোর সন্ধানে;
কেঁদে কেঁদে জানায় পৃথিবীকে সম্ভাষণ !
শেকড়ের নেপথ্য চীৎকারে; আমি গভীর রহস্যে হেসে জানাই
নির্বাক অস্তিত্বের অনুভব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ