ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

পতন

কামরুন নাহার রুনু 

 

পতিত জমিন আর জীবন সমাজের বাহুডোরে

অবিশ্বাসে হামাগুড়ি দিয়ে পড়ে থাকে

নদীর পাশে শূন্যতার ডেরা বিছিয়ে,

যেমন, অধিকার পতনে আজন্ম চঞ্চলতা কিংবা সাধ মরে যায়!

পতিত নারী কিংবা পুরুষ যদি;

ঘর ছেড়ে অবান্তর আগাছা জড়ায় শরীরে ও মনে

ভুল শব্দে মুঠোয় ধরে মোহগ্রস্ত আগুনের বেপরোয়া আফশা।

মৃত্যুও পতিত ছাই, একবার উড়ে গেলে

ফের পায় না ভিজা মাটি কিংবা সম্পর্কের কোন নাম।

যদিও কিছু কিছু পতন বড় বাঞ্ছনীয়

আকাশ থেকে জল, পাহাড় থেকে ঝর্ণা!

মায়ের জঠর থেকে আমি, ঘাসের ডগা থেকে খসে পড়া শব্দহীন শিশির;

এভাবেই-

দৃশের আড়ালে ঘটে হাজারো পতন একান্ত নিভৃতে…

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ