
শাহেদ শাহরিয়ার
আমার কোন রাখঢাক লুকোচাপা নাই
আমি আমার পছন্দ-অপছন্দ প্রকাশ করি প্রকাশ্যেই
আমার সমর্থন কিংবা প্রতিবাদও জানিয়ে দিই প্রকাশ্যে, দিবালোকে!
আমার গোপন কোন এজেন্ডা নাই, দল নাই, সংঘ নাই
আমার কোন গোপন সংগঠন ছিলো না কখনো
কোনো কালে আমার কোনো গণবাহিনী কিংবা বিপ্লবী কোনো সৈনিকসংস্থাও ছিলো না
এবং নকশালেও আমি যোগ দিইনি কখনো!
আমার সমস্ত দাবী-দাওয়া আমি জনসমক্ষে প্রকাশ্যেই
বলে বলে এসেছি
রেসকোর্সের মাঠ কিংবা পল্টনের ময়দানে আজো তার ধ্বনি-প্রতিধ্বনি ভেসে বেড়ায়!
এবং আমি তাহাজ্জুদগোজার কোন বান্দাও নই আল্লাহর
কিন্তু প্রতিবারই মিনারে মিনারে প্রকাশ্যে দাঁড়িয়ে “আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এই সত্যসাক্ষ্যটি
চিৎকার করে করে ছড়িয়ে দিই ইথারে ইথারে!
এবং আমি কখনোই কারো গোপন কোনো প্রেমিক ছিলাম না!
আমার ভালোবাসার কথাটি কিংবা আমার প্রত্যাখ্যানের বার্তাটি আমি বরাবরই পৌঁছে দিয়েছি সরাসরি, অকপট!
এবং আজকেও বলতে দ্বিধা নাই যে, আজো তুমি রিপাবলিক নও!
আজো তুমি বিবেকহীন, বেইনসাফ, অমানবিক, উৎপীড়ক!
আজো তুমি অনাবৃত, উলঙ্গ!
তোমার লজ্জা তুমি ঢাকো….